আবাহনী লিমিটেড (চট্টগ্রাম)sn3P231 opndX51 tgp Q%3 f x06mWJ M 506w pIe3YxcH
পূর্ণ নাম | আবাহনী লিমিটেড চট্টগ্রাম |
---|---|
ডাকনাম | চট্টলার আকাশী নীল |
প্রতিষ্ঠিত | ১৯৭২ |
মাঠ | এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম, বাংলাদেশ |
ধারণক্ষমতা | ২০,০০০ |
লীগ | বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ |
২০১৭-১৮ | ৩য় |
আবাহনী লিমিটেড চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামের একটি ক্রীড়া সংগঠন। যা মূলত আবাহনী লিমিটেডের একটি শাখা হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনী হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ক্রিকেট, ফুটবল ও হকিসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক আসরে অংশগ্রহণ করে ক্রীড়ানৈপূর্ন প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছে। সর্বশেষ ২০১৩ সালে ক্রীড়া সংগঠনটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
পরিচ্ছেদসমূহ
- ১ অর্জন
- ১.১ লীগ
- ১.২ ক্রিকেট
- ১.৩ হকি
- ২ তথ্যসূত্র
- ৩ বহিঃসংযোগ
অর্জন[সম্পাদনা]
চট্টগ্রাম আবাহনী অক্টোবর ২০, ২০১৫ থেকে অক্টোবর ৩০, ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত ২০১৫ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রথম সংস্করণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।[১]
লীগ[সম্পাদনা]
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ
- চ্যাম্পিয়ন - ২০১৩
- কাপ
- স্বাধীনতা কাপ
- বিজয়ী - ২০১৬
- শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
- ২০১৫
ক্রিকেট[সম্পাদনা]
হকি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://newagebd.net/165964/sheikh-kamal-intl-club-cup-hosts-drawn-against-abahani/